টারবাইনকে ঘুরিয়ে বা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন বা উৎপাদিত করা হয়। এই টারবাইনকে যেকোন উপায়ে – কয়লা,বাষ্প, পানি, পারমানবিক,বৈদ্যুতিক মোটর, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি দ্বারা ঘোরানো যেতে পারে। বেশীরভাগ পাওয়ার প্ল্যান্টে টারবাইনকে বাষ্পের চাপ দ্বারা ঘুরানো হয়।এই বাষ্প বড় বয়লারে কয়লা পুড়িয়ে ফুটন্ত পানি থেকে উৎপন্ন হয়।তবে জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইনকে পানি দ্বারা ঘোরানো হয়। এই বাষ্পের চাপে টারবাইনকে ঘুরানো হয় এবং টারবাইন একটি বৈদ্যুতিক জেনারেটরের রোটরের সাথে যুক্ত থাকে ফলে টারবাইনের সাথে যুক্ত থাকা জেনারেটরের রোটরও ঘুরতে থাকে আর জেনারেটরের রোটর যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে তখন সেখানে ফ্যারাডের সূত্রমতে বিদ্যুৎ উৎপন্ন হয়।যা পরবর্তীতে Transmission ও Distribution লাইনের মাধ্যমে বাসাবাড়ি,অফিস এবং কলকারখানায় সরবরাহ করা হয়।