magnetic contactor

প্রশ্ন: Magnetic Contactor কি? এটি কিভাবে কাজ করে থাকে?

ELECTRICAL JOB Q & A

উত্তর: Magnetic Contactor হচ্ছে একটি Electromagnetic switching device. যা automation এ motor control করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। Magnetic Contactor এর কার্যপ্রণালী অনেকটা Relay এর মতই। তবে Relay ব্যবহার করা হয় Low Voltage কানেকশনের জন্য আর Magnetic Contactor ব্যবহার করা হয় High Voltage কানেকশনের জন্য। Relay এর ন্যায় এতেও Magnetic coil রয়েছে। Coil terminal কে সাধারণত A1, A2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। Magnetic contactor এর coil voltage সাধারণত 110VAC, 240VAC, 415VAC ইত্যাদি হয়ে থাকে। এর তিনটি ইনপুট এবং তিনটি আউটপুট Main contact থাকে। সাধারণত ইনপুট contact গুলোকে L1,L2,L3 এবং আউটপুট contact গুলোকে T1, T2, T3 দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও লোডকে automation অথবা protection এর জন্য auxiliary contact NO(Normally Open) এবং NC(Normally Close) Contacts থাকে।
Magnetic Contactor এর coil এ voltage supply দেওয়া হলে এর NO contacts close এবং NC contacts open হয়ে যায়। যার ফলে এর সাথে যুক্ত লোড চালু হয়ে যায়। এভাবেই একটি Magnetic Contactor কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *