protective relay circuit

প্রশ্ন: রিলে কি? রিলে কিভাবে Protective Device হিসাবে কাজ করে? একটি Protective রিলে সার্কিটের চিত্র অংকন কর?

ELECTRICAL JOB Q & A

উত্তর: রিলে হচ্ছে এক ধরনের অটোমেটিক সুইচ। যা বিভিন্ন অটোমেশন কাজে ব্যবহার করা হয়ে থাকে। রিলের মধ্যে দুইটি অংশ থাকে। একটি হচ্ছে সুইচিং অংশ আর অপর অংশটি হচ্ছে ম্যাগনেটিক কয়েল। রিলে দ্বারা কোন লোডকে অন/অফ করার জন্য সুইচ হিসাবে ব্যবহার করা ছাড়াও রিলেকে Protective Device হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যখনই একটি সিস্টেমে কোন ধরনের ত্রুটি দেখা দেয় ঠিক তখনই রিলে automatically active হয়ে যায় এবং সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে কার্যকরী করে তোলে। ফলে সার্কিট ব্রেকার open হয়ে যায় এবং সমস্ত সিস্টেম বিপদের হাত থেকে রক্ষা পায়। এভাবেই রিলে Protective Device হিসাবে কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *