উত্তর: Nuclear Power Plant একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাপের উৎস একটি পারমানবিক চুল্লি। পারমানবিক চুল্লিতে পারমানবিক ফিশন রিয়েকশন হয় অর্থাৎ অনেক নিউক্লিয়াস অনায়াসে বিভক্ত হয়ে এনার্জি রিলিজ করে। ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং এই তাপকে কাজে লাগিয়ে পানিকে বাস্পে পরিনত করা হয়। এই বাস্প দ্বারা টারবাইনকে ঘুরানো হয়। যার ফলে টারবাইনের সাথে যুক্ত থাকা জেনারেটরের রোটরও ঘুরতে শুরু করায় ফ্যারাডের সূত্রমতে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়।
পারমানবিক শক্তির সুবিধাসমূহ:
১. এটি কার্বন ডাই-অক্সাইড তৈরী করে না। ফলে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয় না।
২. অল্প জ্বালানি ব্যবহার করে প্রচুর জ্বালানি শক্তি উৎপাদন করা যায়।
৩. খুব সামান্য বর্জ্য সৃষ্টি হয়।
৪. Nuclear Power Plant অপেক্ষাকৃত স্থায়ী ও নির্ভরযোগ্য।
পারমানবিক শক্তির অসুবিধাসমূহ:
১. এটির নিরাপত্তার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
২. Nuclear Power Plant বিস্ফোরিত হলে দীর্ঘদিন সংশ্লিষ্ট এলাকায় প্রভাব থাকে এবং বহু ক্ষতির সম্ভাবনা থাকে।