SYNCHRONOUS MOTOR

প্রশ্ন: Synchronous Motor কে কেন Synchronous Motor বলা হয়?

ELECTRICAL JOB Q & A

উত্তর: Synchronous Motor এমন একটি Motor যা No Load হতে Full Load পর্যন্ত একটি Constant (synchronous) গতিতে ঘুরে অর্থাৎ এটি সবসময় synchronous (Ns=120f/P) গতিতে ঘুরে। এই Motor এর ঘূর্ণনের গতিবেগ লোড পরিবর্তনের সাথে সাথে অন্যান্য Motor এর ন্যায় পরিবর্তিত হয় না। তবে এর গতিবেগ পোলের সংখ্যা বা সাপ্লাই ফ্রিকুয়েন্সির পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়ে থাকে। এর গতিবেগ পোল সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক আর ফ্রিকুয়েন্সির সাথে সমানুপাতিক। সুতরাং Synchronous Motor সবসময় Constant (synchronous) গতিতে ঘুরার কারনে Synchronous Motor কে Synchronous Motor বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *