উত্তর: এসি সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে Power factor বলে। অথবা Active power (VI Cosθ) এবং Apparent Power(VI) এর অনুপাতকে Power factor বলে। কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ θ হলে Power factor (p.f) = Cosθ.
Power factor এর মান (0 – 1) পর্যন্ত হয়ে থাকে। Power factor এর সঠিক হিসাব জানা না থাকলে একে আদর্শ মান 80% ধরে অর্থাৎ 0.8 Lagging ধরে হিসাব করা হয়। Active Power কিলোওয়াটে (KW) পরিমাপ করা হয়ে থাকে এবং Apparent Power কিলোভোল্ট অ্যাম্পিয়ারে (KVA) পরিমাপ করা হয়ে থাকে।
Power factor নির্দেশ করে থাকে যে শতকরা কতভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি। বিষয়টা আরো সহজে বুঝার জন্য একটা প্রশ্নের সমাধান করা যাক। Power factor এর মান 1 অথবা 0.8 বলতে কি বুঝায়? আমরা জানি, KW=KVA X P.f. Power factor এর মান 1 তার মানে হল 100 KVA supply দিলে Active Power, KW=KVA X P.f = 100 x 1 = 100 KW পাওয়া যাবে। আর Power factor এর মান 0.8 হলে Active Power, KW=KVA X P.f =100 x 0.8=80 KW পাওয়া যাবে। এজন্যই Power factor এর মান বেশী হওয়া ভালো।
Power factor বেশী হলে যেসব সুবিধা পাওয়া যায়:
১. কপার লস হ্রাস পায়।
২. ভোল্টেজ ড্রপ হ্রাস পায়।
৩. লাইনের দক্ষতা বৃদ্ধি পায়।
৪. ইকুপমেন্ট কম গরম হয় এবং আয়ুষ্কাল বৃদ্ধি পায়।
৫. বিদ্যুৎ বিল কম আসবে।
Power factor কম হলে যেসব অসুবিধা পাওয়া যায়:
১. কপার লস বৃদ্ধি পায়।
২. ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়।
৩. লাইনের দক্ষতা হ্রাস পায়।
৪. ইকুপমেন্ট বেশী গরম হবে এবং আয়ুষ্কাল কমে যাবে।
৫. বিদ্যুৎ বিল বেশী আসবে।