ups vs ips

প্রশ্ন: UPS এবং IPS এর মধ্যে পার্থ্যক্যসমূহ বিস্তারিত লিখুন।

ELECTRICAL JOB Q & A

উত্তর:
UPS: UPS এবং IPS উভয়ই পাওয়ার সাপ্লাই ডিভাইস। UPS = Uninterruptible Power Supply (নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ)। UPS সাধারণত Back power switch, যা 10 millisecond এর মধ্যে Power Back up দিতে সক্ষম। যার ফলে ব্যবহারকারীকে UPS এর সাথে যুক্ত থাকা Computer বা অন্য কোন Device Reset বা Restart দেওয়ার প্রয়োজন পড়ে না। Power drop না হওয়ার কারনে ব্যবহারকারী কোন প্রকার ঝামেলা ছাড়াই Device ব্যবহার করতে পারে এবং Electronic Devices এর জন্য কোন ক্ষতি হয় না।

IPS: Instant Power Supply (তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ)। এটিও Back Power হিসাবে ব্যবহ্রত হয় থাকে। তবে IPS এর switching time কমপক্ষে 1 sec অথবা তারচেয়েও কিছু বেশী সময় হয়ে থাকে। যার ফলে ব্যবহারকারীকে Device Reset বা Restart দেওয়ার প্রয়োজন পড়ে। এই power drop এবং Power up করার কারনে ব্যবহারকারীর কাজে অসুবিধার সৃষ্টি হয় এবং Electronic Devices এর জন্য ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *