উত্তর:
ট্রান্সমিশন লাইন: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে উচ্চ পাওয়ার পরিবহনের জন্য উচ্চ ভোল্টেজের বিশাল সার্কিট বা নেটওয়ার্ক গড়ে তোলা হয় যাকে ট্রান্সমিশন লাইন বলে। অধিক পাওয়ার পরিবহনের জন্য ট্রান্সমিশন লাইন Single circuit, Double circuit এবং Triple circuit হয়ে থাকে।
অপারেটিং ভোল্টেজের ভিত্তিতে ট্রান্সমিশন লাইন দুই ধরনের। যেমন:
১. প্রাইমারি ট্রান্সমিশন: 400 KV, 230 KV ও 132 KV.
২. সেকেন্ডারি ট্রান্সমিশন: 66 KV ও 33 KV
ডিস্ট্রিবিউশন লাইন: গ্রাহক পর্যায়ে অর্থাৎ দোকান-প্রতিষ্টান, বাডিঘর, শিল্পকারখানা, ইত্যাদি স্থানে বৈদ্যুতিক পাওয়ার পৌছে দেয়া বা বিতরনের জন্য যে সার্কিট বা নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে বিতরন লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন বলে। এতে অনেক শাখা থাকে এবং অসংখ্য ট্যাপিং এর মাধ্যমে গ্রাহক পর্যন্ত সার্ভিস সংযুক্ত থাকে।
ভোল্টেজের ভিত্তিতে ডিস্ট্রিবিউশন লাইন দুই ধরনের। যেমন:
১. প্রাইমারি ডিস্ট্রিবিউশন: 11KV, 6.6 KV ও 3.3 KV.
২. সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন: 400 V ও 230 V.