Series and parallel circuit

প্রশ্ন: সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ লিখুন।

ELECTRICAL JOB Q & A

উত্তর:
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য:
১. সিরিজে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়।
২. ভিন্ন ভিন্ন লোড রেজিস্ট্যান্সের কারনে লোডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিন্ন ভিন্ন হয়।
৩. সিরিজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ লোডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপসমূহের যোগফলের সমান।

প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য:
১. প্যারালালে সংযুক্ত লোডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ সমান থাকে।
২. ভিন্ন ভিন্ন লোড রেজিস্ট্যান্সের কারনে লোডের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হয়।
৩. লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টসমূহের যোগফল সার্কিটের মোট কারেন্টের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *