Synchronizing of alternator

প্রশ্ন: সিনক্রোনাইজিং বলতে কি বুঝায়? এর উদ্দেশ্য এবং অল্টারনেটরের সিনক্রোনাইজিং এর শর্তগুলো লিখুন।

ELECTRICAL JOB Q & A

উত্তর: সার্কিটের লোড বৃদ্ধি পেলে একটি Alternator দ্বারা বর্ধিত চাহিদা পূরণ করা সম্ভব হয় না। এমতাবস্থায় দু বা ততোধিক Alternator কে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্যারালাল অপারেশনে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে অতিরিক্ত লোডের চাহিদা মেটানোর পদ্ধতিকেই সিনক্রোনাইজিং বলে।

সিনক্রোনাইজিং এর উদ্দেশ্য হলো:
১. সর্বোচ্চ মাত্রায় দক্ষতা পাওয়ার জন্য।
২. গ্রাহকদের সাপ্লাই সবসময় চালু রাখার জন্য।
৩. মেরামত ও ওভারলোডিং।
৪. ভবিষ্যতের বর্ধিত লোড বহন।

অল্টারনেটরের সিনক্রোনাইজিং এর শর্তগুলো হলো:
১. প্রত্যেক অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে।
২. প্রত্যেক অল্টারনেটরের উৎপন্ন ভোল্টেজের ফ্রিকুয়েন্সি সমান হতে হবে।
৩. অল্টারনেটরের ফেজ সিকুয়েন্স একই হতে হবে।
৪. প্রতিটি অল্টারনেটর একই কোম্পানির তৈরী হলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *