overhead vs underground line lines

প্রশ্ন: ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড সিস্টেমে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের মধ্যে তুলনামূলক পার্থক্য লিখুন।

ELECTRICAL JOB Q & A

উত্তর: ওভারহেড লাইনের চেয়ে আন্ডারগ্রাউন্ড লাইন ব্যবহার করাই শ্রেয়। নিম্নে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড সিস্টেমে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের মধ্যে তুলনামূলক পার্থক্য দেওয়া হলো:

ক্রঃনংওভারহেড লাইনআন্ডারগ্রাউন্ড লাইন
১.ওভারহেড লাইন পোল এবং ইন্সুলেটরের মাধ্যমে ঝুলানো থাকে। আন্ডারগ্রাউন্ড লাইন কন্ডুইটের মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হয়।
২.লাইন ক্ষমতা সম্প্রসারণ বা পরিবর্তন সহজ। লাইন ক্ষমতা সম্প্রসারণ বা পরিবর্তন সহজ নয়।
৩.প্রাথমিক খরচ কম। প্রাথমিক খরচ বেশী।
৪.লাইনে ত্রুটি বেশী হয়। লাইনে ত্রুটি কম হয়।
৫.রক্ষণাবেক্ষণ খরচ বেশী। রক্ষণাবেক্ষণ খরচ কম।
৬.পার্শ্ববর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন সৃষ্টি করে। পার্শ্ববর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন সৃষ্টি করে না।
৭.সার্জ ভোল্টেজের জন্য প্রটেকশান সিস্টেমের ব্যবস্থা করতে হয়। সার্জ ভোল্টেজের জন্য প্রটেকশান সিস্টেমের ব্যবস্থা করতে হয় না।
৮.দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশী। দূর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম।
৯.দৃশ্যমান বলে পরিবেশের সৌন্দর্য নষ্ট এবং ব্যাঘাত সৃষ্টি করে। দৃশ্যমান নয় বলে পরিবেশের সৌন্দর্য নষ্ট এবং ব্যাঘাত সৃষ্টি করে না।
১০.ঝড়-বৃষ্টি,তুষারপাত এবং বর্জ্রপাতসহ যেকোন প্রাকৃতিক দূর্যোগে কম নির্ভরযোগ্য। ঝড়-বৃষ্টি,তুষারপাত এবং বর্জ্রপাতসহ যেকোন প্রাকৃতিক দূর্যোগে বেশী নির্ভরযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *