উত্তর: ওভারহেড লাইনের চেয়ে আন্ডারগ্রাউন্ড লাইন ব্যবহার করাই শ্রেয়। নিম্নে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড সিস্টেমে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের মধ্যে তুলনামূলক পার্থক্য দেওয়া হলো:
ক্রঃনং | ওভারহেড লাইন | আন্ডারগ্রাউন্ড লাইন |
---|---|---|
১. | ওভারহেড লাইন পোল এবং ইন্সুলেটরের মাধ্যমে ঝুলানো থাকে। | আন্ডারগ্রাউন্ড লাইন কন্ডুইটের মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হয়। |
২. | লাইন ক্ষমতা সম্প্রসারণ বা পরিবর্তন সহজ। | লাইন ক্ষমতা সম্প্রসারণ বা পরিবর্তন সহজ নয়। |
৩. | প্রাথমিক খরচ কম। | প্রাথমিক খরচ বেশী। |
৪. | লাইনে ত্রুটি বেশী হয়। | লাইনে ত্রুটি কম হয়। |
৫. | রক্ষণাবেক্ষণ খরচ বেশী। | রক্ষণাবেক্ষণ খরচ কম। |
৬. | পার্শ্ববর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন সৃষ্টি করে। | পার্শ্ববর্তী কমিউনিকেশন লাইনে বিঘ্ন সৃষ্টি করে না। |
৭. | সার্জ ভোল্টেজের জন্য প্রটেকশান সিস্টেমের ব্যবস্থা করতে হয়। | সার্জ ভোল্টেজের জন্য প্রটেকশান সিস্টেমের ব্যবস্থা করতে হয় না। |
৮. | দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশী। | দূর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। |
৯. | দৃশ্যমান বলে পরিবেশের সৌন্দর্য নষ্ট এবং ব্যাঘাত সৃষ্টি করে। | দৃশ্যমান নয় বলে পরিবেশের সৌন্দর্য নষ্ট এবং ব্যাঘাত সৃষ্টি করে না। |
১০. | ঝড়-বৃষ্টি,তুষারপাত এবং বর্জ্রপাতসহ যেকোন প্রাকৃতিক দূর্যোগে কম নির্ভরযোগ্য। | ঝড়-বৃষ্টি,তুষারপাত এবং বর্জ্রপাতসহ যেকোন প্রাকৃতিক দূর্যোগে বেশী নির্ভরযোগ্য। |