Analog signal vs digital signal

প্রশ্ন: Analog এবং Digital Signal এর মধ্যে পার্থক্য আলোচনা করুন।

ELECTRONIC JOB Q & A

উত্তর: Analog এবং Digital Signal এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:

ক্রঃনংAnalog SignalDigital Signal
Analog Signal হলো Continuous Time Signal. Digital Signal হলো Discrete Time Signal.
Sign Wave দ্বারা চিহ্নিত করা যায়। Square Wave দ্বারা চিহ্নিত করা যায়।
Wave Signal হিসাবে Store করা হয়। Binary Bit হিসাবে Store করা হয়।
নয়েজ বেশী। নয়েজ কম।
Signaling ব্যবস্থা জটিল। Signaling ব্যবস্থা সহজ।
Analog Signal সময়ের সাথে পরিবর্তিত হয়। এর অসংখ্য মান থাকে। Digital Signal সময়ের সাথে পরিবর্তিত হয় না। এর দুইটি মান থাকে অন অথবা অফ ( ০ অথবা ১)।
তথ্য প্রেরণের জন্য Analog Signal এর ক্ষেত্রে কম ব্যান্ডউইথের প্রয়োজন হয়। তথ্য প্রেরণের জন্য Digital Signal এর ক্ষেত্রে বেশী ব্যান্ডউইথের প্রয়োজন হয়।
Analog Signal বেশী power ব্যবহার করে। Digital Signal কম power ব্যবহার করে।
Analog Circuit এ Resistors, Capacitors, Inductors এবং Diodes ব্যবহার করা হয়। Digital Circuit এ transistor, Logic gates এবং Micro-controllers ব্যবহার করা হয়।
১০বর্তমানে Analog Signal এর ব্যবহার কম। বর্তমানে Digital Signal এর ব্যবহার বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *