উত্তর: Analog এবং Digital Signal এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:
ক্রঃনং | Analog Signal | Digital Signal |
---|---|---|
১ | Analog Signal হলো Continuous Time Signal. | Digital Signal হলো Discrete Time Signal. |
২ | Sign Wave দ্বারা চিহ্নিত করা যায়। | Square Wave দ্বারা চিহ্নিত করা যায়। |
৩ | Wave Signal হিসাবে Store করা হয়। | Binary Bit হিসাবে Store করা হয়। |
৪ | নয়েজ বেশী। | নয়েজ কম। |
৫ | Signaling ব্যবস্থা জটিল। | Signaling ব্যবস্থা সহজ। |
৬ | Analog Signal সময়ের সাথে পরিবর্তিত হয়। এর অসংখ্য মান থাকে। | Digital Signal সময়ের সাথে পরিবর্তিত হয় না। এর দুইটি মান থাকে অন অথবা অফ ( ০ অথবা ১)। |
৭ | তথ্য প্রেরণের জন্য Analog Signal এর ক্ষেত্রে কম ব্যান্ডউইথের প্রয়োজন হয়। | তথ্য প্রেরণের জন্য Digital Signal এর ক্ষেত্রে বেশী ব্যান্ডউইথের প্রয়োজন হয়। |
৮ | Analog Signal বেশী power ব্যবহার করে। | Digital Signal কম power ব্যবহার করে। |
৯ | Analog Circuit এ Resistors, Capacitors, Inductors এবং Diodes ব্যবহার করা হয়। | Digital Circuit এ transistor, Logic gates এবং Micro-controllers ব্যবহার করা হয়। |
১০ | বর্তমানে Analog Signal এর ব্যবহার কম। | বর্তমানে Digital Signal এর ব্যবহার বেশী। |