copper wire vs aluminum wire

প্রশ্ন: পরিবাহী হিসাবে কপার এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে তুলনা লিখুন?

ELECTRICAL JOB Q & A

উত্তর: পরিবাহী হিসাবে কপার এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে তুলনা নিম্নে দেওয়া হলো:

ক্রঃনংকপার পরিবাহীঅ্যালুমিনিয়াম পরিবাহী
০১.বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশী। বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম।
০২.টান সহনক্ষমতা বেশী। টান সহনক্ষমতা কম।
০৩.কপারের মূল্য অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশী। অ্যালুমিনিয়ামের মূল্য কপারের তুলনায় অনেক কম।
০৪.আপেক্ষিক গুরত্ব 8.9 gm/ccআপেক্ষিক গুরত্ব 2.71 gm/cc
০৫.পরিবাহীর প্রস্থচ্ছেদ কম ও চিকন হওয়ার ফলে বাতাসের চাপ কম পড়ে। পরিবাহীর প্রস্থচ্ছেদ বেশী ও মোটা হওয়ার ফলে বায়ু প্রবাহে বেশী দোলন ও ঝুল হয়।
০৬.উচ্চ ভোল্টেজে করোনাজনিত অপচয় কম হয়। উচ্চ ভোল্টেজে করোনাজনিত অপচয় বেশী হয়।
০৭.পরিবাহীর গলনাংক পয়েন্ট বেশী হওয়ায় শর্ট সার্কিটজনিত কারনে খুব সহজে নষ্ট হয় না। পরিবাহীর গলনাংক পয়েন্ট কম হওয়ায় শর্ট সার্কিটজনিত কারনে সহজেই নষ্ট হয়।
০৮.এটি ব্যয়বহুল। এটি তুলনামূলক কম ব্যয়বহুল।
০৯.এটি ওজনে ভারী। এটি ওজনে তুলনামূলক কম ভারী।
১০.এটি শক্তিশালী এবং টেকসই। এটি তুলনামূলক কম শক্তিশালী এবং কম টেকসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *