Circuit breaker vs Isolator

প্রশ্ন: সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মধ্যে পার্থক্য লিখুন।

ELECTRICAL JOB Q & A

 

difference between circuit breaker and isolator

উত্তর: সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:

ক্রঃনংসার্কিট ব্রেকারআইসোলেটরের
১.সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যার সাহায্যে একটি সার্কিটকে অন বা অফ করা যায় এবং নির্দিষ্ট কারেন্টের অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ণ কারেন্ট সার্কিটে প্রবাহিত হলে সার্কিট ব্রেকার লাইনকে ট্রিপ করে সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে ওপেন করে দিয়ে সার্কিটকে রক্ষা করে। আইসোলেটর হচ্ছে এমন একটি মেকানিক্যাল সুইচ যাকে অফ লোডে অন বা অফ করা যায়।
২.এটি সার্কিটের অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে ওপেন করে দেয়। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। ম্যানুয়ালি অপারেট করতে হয়।
৩.এটি সুইচ ও ফিউজ হিসেবে ব্যবহ্রত হয়। এটি শুধুমাত্র সুইচ হিসেবে ব্যবহ্রত হয়।
৪.সার্কিট ব্রেকার হাই ভোল্টজের লাইনকে নিরাপদে ব্রেক করতে পারে এবং উৎপন্ন আর্ক কম হয়। সার্কিটে কারেন্ট থাকা অবস্থায় আইসোলেটর অন বা অফ করলে বিপদজনক আর্কের সৃষ্টি হয়।
৫.এটির তৈরী খরচ বেশী। এটির তৈরী খরচ কম।
৬.এটি অন লোড এবং অফ লোডে উভয় ক্ষেত্রেই অপারেট করা যাবে। এটি অফ লোড ডিভাইস। শুধুমাত্র অফ লোডে এটি অপারেট করা যাবে।
৭.আইসোলেটরের তুলনায় এটির প্রতিরোধ ক্ষমতা বেশী। সার্কিট ব্রেকারের তুলনায় এটির প্রতিরোধ ক্ষমতা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *