উত্তর: রিলে এমন একটি অটোম্যাটিক ডিভাইস, যেটি বৈদ্যুতিক সার্কিটে কোন ত্রুটি সংঘটিত হলে সার্কিটের প্রটেকটিভ ডিভাইসগুলোকে অটোম্যাটিকভাবে অপারেট করে এবং সার্কিটকে ত্রুটিযুক্ত অংশ হতে আলাদা করে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
দশ ধরনের রিলের নাম নিচে দেওয়া হলো:
১. প্রাইমারি রিলে
২. সেকেন্ডারি রিলে
৩. ডিরেকশনাল রিলে
৪. ডিফারেন্সিয়াল রিলে
৫. ডিস্ট্যান্স রিলে
৬. থার্মাল রিলে
৭. ইলেক্ট্রো-থার্মাল রিলে
৮. ইন্ডাকশন রিলে
৯. স্ট্যাটিক রিলে
১০. রিভার্স পাওয়ার রিলে