উত্তর: Optical Fiber হচ্ছে এক ধরনের পাতলা, স্বচ্ছ কাঁচতন্তু বিশেষ যা মানুষের চুলের ন্যায় চিকন এবং নমনীয়। বিভিন্ন ধরনের উপাদানে তৈরী আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে Optical Fiber Cable তৈরী করা হয়। যার সাহায্যে লম্বা দুরুত্বে অনেক কম সময়ে বিপুল পরিমান Data আলোর গতিতে Transfer করা যায়।
গঠন:
Optical Fiber Cable এর গঠন একেবারেই সহজ। Core, Cladding এবং Plastic Jacket নিয়ে Optical Fiber Cable গঠিত। ভিতরের স্বচ্ছ, নমনীয় এবং কাঁচতন্তু অংশ হচ্ছে Core যার মধ্যে দিয়ে আলো চলাচল করে। Cladding হলো Core এর বাহিরে একটি কাঁচের আবরন। যা মূলত আলোকে Core এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে সাহায্য করে। আর এই পুরো গঠনটিকে সুরক্ষিত রাখার জন্য আরো একটি Plastic Jacket এর আবরন দেওয়া হয়।
সুবিধা:
১. আলোর গতিতে Data Transfer করা হয়।
২. High Bandwidth.
৩. Transmission Loss কম হয়।
৪. বৈদ্যুতিক চৌম্বক প্রভাব হতে মুক্ত।
৫. পারিপার্শ্বিক অবস্থা Data Transfer এ বাধা সৃষ্টি করতে পারে না।
৬. Data Transmission এ নিরাপত্তা ও গোপনীয়তা বেশী।
৭. সরু আকৃতির এবং ওজনে অত্যন্ত হালকা।
অসুবিধা:
১. Core কাঁচ দ্বারা তৈরী হওয়ায় এটাকে “U” আকৃতিতে বাঁকানো যায় না। “U” আকৃতিতে বাঁকালে Data Transfer এ বিঘ্ন ঘটে।
২. Optical Fiber Cable খুবই ব্যয়বহুল।
৩. Optical Fiber Cable Installation এবং Maintenance এর জন্য দক্ষ ও টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন লোকবল প্রয়োজন হয়।
সামান্য কিছু অসুবিধা থাকলেও বর্তমান সময়ে উন্নত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক তৈরীর জন্য Optical Fiber Cable ব্যবহার করা হয়। কারন এর Data Transfer Rate অন্যান্য Cable এর চেয়ে অনেক বেশি। এর মাধ্যমে Super Fast Speed এ Data Transfer করা যায়।