বিমান আবিস্কারের প্রথম ধারণা আসে লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা একটি ছবি থেকে। অনেক আগে থেকেই মানুষ বিমান আকাশে উড়ানোর জন্য চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। কেউ ক্র্যাশ করেছে, কেউ আহত হয়েছে আবার কেউ মৃত্যুবরণ করেছে। অবশেষে ১৭ ডিসেম্বর ১৯০৩ সালে প্রথম সফলভাবে বিমান আকাশে উড়ায় অরভিল রাইট ও উইলবার রাইট নামে দুই আমেরিকান ভাই। এই দুই ভাই ছিলেন সাইকেল প্রস্তুতকারক, যারা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। তারা রাইট ব্রাদার্স নামে পরিচিত। বিমান হল এমন একটি আকাশযান যা Gravity কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশে উড়ে। একটি বিমান আকাশে উড়ার জন্য চারটি Force কাজ করে থাকে। যে চারটি Force এর ভেরিয়েশনকে কাজে লাগিয়ে বিমান আকাশে উড়ে সেই চারটি Force হল: 1. Drag Force 2. Thrust Force 3. Weight Force এবং 4. Lift Force Watch the end of the video for details. For better listening, use headphones. This video is for educational purposes only. Pardon any mistakes.