intel 8085 microprocessor

প্রশ্ন: ইনটেল 8085 মাইক্রোপ্রসেসরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ লিখ।

COMPUTER JOB Q & A

উত্তর: ইনটেল 8085 মাইক্রোপ্রসেসরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ:

১.  ইনটেল 8085 মাইক্রোপ্রসেসর হল একটি 8 বিট জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসর।

২.  ইহার মাধ্যমে মেমোরীর 64KB পর্যন্ত মেমোরীকে address করা হয়।

৩.  ইহার মোট পিনসংখ্যা 40 টি।

৪.  ইহাকে 3MHz এর সিংগেল ফেজ ব্লক দ্বারা চালানো যায়।

৫.  এতে একটি একুমোলেটর রেজিষ্টার থাকে।

৬.  ইনটেল 8085 মাইক্রোপ্রসেসরের Instruction সংখ্যা 18 টি।

৭.  ইনটেল কোম্পানী কর্তৃক উদ্ভাবিত।

৮.  4 জোড়া জেনারেল পারপাস রেজিষ্টার থাকে। যার কারনে 8085 মাইক্রোপ্রসেসর দ্বারা data manipulation সহজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *