উত্তর: মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিউটারের মধ্যে পার্থ্যক্যসমূহ নিম্নরূপ:
ক্রম | মাইক্রোপ্রসেসর | মাইক্রোকম্পিউটার |
---|---|---|
১. | মাইক্রোপ্রসেসর একটি ইলেকট্রনিক চিপ, যা তথ্য Process করে। | মাইক্রোকম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেজড সিস্টেম। |
২. | মাইক্রোপ্রসেসর ALU, Register, Control unit নিয়ে গঠিত। | মাইক্রোকম্পিউটার মেমোরী, মাইক্রোপ্রসেসর, I/O নিয়ে গঠিত। |
৩. | মাইক্রোপ্রসেসরের ক্ষমতা এর বিট ও ক্লক স্পীডের উপর নির্ভর করে। | মাইক্রোকম্পিউটারের ক্ষমতা মাইক্রোপ্রসেসরের ক্ষমতার উপর নির্ভর করে। |
৪. | এটি একটি Computer এর sub-system যাহা শুধুমাত্র processing করে। | এটি একটি system যা data input, processing এবং output প্রদান করে। |
৫. | কাজের পদ্ধতির ক্ষেত্রে ইহাকে মানুষের মস্তিস্কের সাথে তুলনা করা যায়। | কাজের পদ্ধতির ক্ষেত্রে ইহাকে সাধারণত মানুষের সাথে তুলনা করা যায়। |