microprocessor vs microcomputer

প্রশ্ন: মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিউটারের মধ্যে পার্থ্যক্য লিখ।

COMPUTER JOB Q & A

উত্তর: মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিউটারের মধ্যে পার্থ্যক্যসমূহ নিম্নরূপ:

ক্রমমাইক্রোপ্রসেসরমাইক্রোকম্পিউটার
১.মাইক্রোপ্রসেসর একটি ইলেকট্রনিক চিপ, যা তথ্য Process করে। মাইক্রোকম্পিউটার হচ্ছে মাইক্রোপ্রসেসর বেজড সিস্টেম।
২.মাইক্রোপ্রসেসর ALU, Register, Control unit নিয়ে গঠিত। মাইক্রোকম্পিউটার মেমোরী, মাইক্রোপ্রসেসর, I/O নিয়ে গঠিত।
৩.মাইক্রোপ্রসেসরের ক্ষমতা এর বিট ও ক্লক স্পীডের উপর নির্ভর করে। মাইক্রোকম্পিউটারের ক্ষমতা মাইক্রোপ্রসেসরের ক্ষমতার উপর নির্ভর করে।
৪.এটি একটি Computer এর sub-system যাহা শুধুমাত্র processing করে। এটি একটি system যা data input, processing এবং output প্রদান করে।
৫.কাজের পদ্ধতির ক্ষেত্রে ইহাকে মানুষের মস্তিস্কের সাথে তুলনা করা যায়। কাজের পদ্ধতির ক্ষেত্রে ইহাকে সাধারণত মানুষের সাথে তুলনা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *