উত্তর: Single Phase Induction Motor নিজে নিজে Start নিতে পারে না। Single Phase Induction Motor এ AC Supply দিলে 3 Phase system এর ন্যায় Rotating Magnetic Field (ঘুরন্ত চুম্বক ক্ষেত্র) সৃষ্টি হয় না। তার কারন হল অর্ধ পজিটিভ সাইকেল দ্বারা সৃষ্ট টর্ক এবং অর্ধ নেগেটিভ সাইকেল দ্বারা সৃষ্ট টর্ক সমান ও বিপরীতমুখি হয়ে থাকে। এর ফলে টর্কের মিলিত মান শূন্য হয় বলে মোটর ঘুরতে পারে না। এজন্যই এই Motor কে চালু করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় যাতে Rotating Magnetic Field সৃষ্টি করে একবার Start করে দিতে পারলে Motor ঘুরতে থাকে। মূলত Single Phase Induction Motor এ Starting torque উৎপন্ন হয় না এবং Slip শূন্য বিধায় Single Phase Induction Motor নিজে নিজে Start নিতে পারে না।