Alternator vs dc generator Final

প্রশ্ন: অল্টারনেটর এবং ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য কি?

ELECTRICAL JOB Q & A

উত্তর: অল্টারনেটর এবং ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:

ক্রঃনং অল্টারনেটর ডিসি জেনারেটর
১.এতে এসি ভোল্টেজ উৎপন্ন হয় এবং স্লিপ রিং এর মাধ্যমে লোডে সরবরাহ করা হয়। এতে প্রাথমিল অবস্থায় এসি ভোল্টেজ উৎপন্ন হয় কিন্তু পরে কম্যুটেটরের মাধ্যমে ডিসি তৈরী করে লোডে সরবরাহ করা হয়।
২.এতে স্লিপ রিং থাকে। এতে কম্যুটেটরের থাকে।
৩.এতে ফিল্ড বা আর্মেচার উভয়ই স্থির বা ঘুরন্ত থাকে। এতে ফিল্ড স্থির এবং আর্মেচার ঘুরে।
৪.আর্মেচার Winding Open থাকে। আর্মেচার Winding Close থাকে।
৫.ফিল্ড এক্সাইটারের দ্বারা ডিসি সাপ্লাই দিতে হয়। আলাদা ডিসি সাপ্লাই দরকার নেই।
৬.ফিল্ড কোর ল্যামিনেটেড শিট দ্বারা তৈরী। ফিল্ড কোর ঢালাইলোহার তৈরী।
৭.এডি কারেন্ট লস অনেক বেশী। এডি কারেন্ট লস কম।
৮.এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়। এটি নিম্ন ক্ষমতা সম্পন্ন হয়।
৯.এটি বেশী ভোল্টেজ উৎপন্ন করতে পারে। এটি কম ভোল্টেজ উৎপন্ন করতে পারে।
১০.হারমোনিক্সের প্রভাবে উৎপন্ন ভোল্টেজে বিকৃতি ঘটে থাকে। হারমোনিক্সের প্রভাবমুক্ত।
১১.এটি আকারে বড় ও দাম বেশী হয়ে থাকে। এটি আকারে ছোট ও দাম কম হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *