উত্তর: হার্ডওয়্যার, সফ্টওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:
ক্রঃনং | হার্ডওয়্যার | সফ্টওয়্যার | ফার্মওয়্যার |
---|---|---|---|
০১. | Computer System যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয় এবং যাকে স্পর্শ করা যায় তাকে হার্ডওয়্যার বলে। | কতগুলো নির্দেশের একটি পুরো সেট বা প্রোগ্রাম যা Computer এর ভাষায় লেখা হয় এবং কোন সমস্যা সমাধানের জন্য Computer কে পরিচালিত করে, যাকে স্পর্শ করা যায় না তাকে সফ্টওয়্যার বলে। | Computer তৈরী করার সময় Computer কোম্পানী কর্তৃক ROM এ দেয়া কিছু স্থায়ী প্রোগ্রাম যা Computer চালনায় বারবার ব্যবহ্রত হয় তাকে ফার্মওয়্যার বলে। |
০২. | হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: i)Input Device ii)CPU iii)Output Device | সফ্টওয়্যার প্রধানত দুই প্রকার। যথা: i)System Software ii)Application Software | ফার্মওয়্যার এর নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। |
০৩. | হার্ডওয়্যার নষ্ট হতে পারে। | সফ্টওয়্যার Delete করা যায়। | ফার্মওয়্যার Delete করা যায় না। |
০৪. | মাদারবোর্ড, হার্ডডিস্ক, মনিটর, কি-বোর্ড, মাউস ইত্যাদি হল হার্ডওয়্যার। | এমএস অফিস, অটোক্যাড, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি হল সফ্টওয়্যার। | BIOS(Basic Input Output System) হল একটি ROM Chip যা এক ধরনের ফার্মওয়্যার। |
০৫. | হার্ডওয়্যারকে স্পর্শের মাধ্যমে অনুভব করা যায়। | সফ্টওয়্যারকে স্পর্শ করা যায় না। | ফার্মওয়্যারকেও স্পর্শ করা যায় না। |