difference between hardware software and firmware

প্রশ্ন: হার্ডওয়্যার, সফ্‌টওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য লিখুন।

COMPUTER JOB Q & A

উত্তর: হার্ডওয়্যার, সফ্‌টওয়্যার ও ফার্মওয়্যার এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো:

ক্রঃনংহার্ডওয়্যারসফ্‌টওয়্যারফার্মওয়্যার
০১.Computer System যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয় এবং যাকে স্পর্শ করা যায় তাকে হার্ডওয়্যার বলে। কতগুলো নির্দেশের একটি পুরো সেট বা প্রোগ্রাম যা Computer এর ভাষায় লেখা হয় এবং কোন সমস্যা সমাধানের জন্য Computer কে পরিচালিত করে, যাকে স্পর্শ করা যায় না তাকে সফ্‌টওয়্যার বলে। Computer তৈরী করার সময় Computer কোম্পানী কর্তৃক ROM এ দেয়া কিছু স্থায়ী প্রোগ্রাম যা Computer চালনায় বারবার ব্যবহ্রত হয় তাকে ফার্মওয়্যার বলে।
০২.হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
i)Input Device
ii)CPU
iii)Output Device
সফ্‌টওয়্যার প্রধানত দুই প্রকার। যথা:
i)System Software
ii)Application Software
ফার্মওয়্যার এর নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই।
০৩.হার্ডওয়্যার নষ্ট হতে পারে। সফ্‌টওয়্যার Delete করা যায়। ফার্মওয়্যার Delete করা যায় না।
০৪.মাদারবোর্ড, হার্ডডিস্ক, মনিটর, কি-বোর্ড, মাউস ইত্যাদি হল হার্ডওয়্যার। এমএস অফিস, অটোক্যাড, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি হল সফ্‌টওয়্যার। BIOS(Basic Input Output System) হল একটি ROM Chip যা এক ধরনের ফার্মওয়্যার।
০৫.হার্ডওয়্যারকে স্পর্শের মাধ্যমে অনুভব করা যায়। সফ্‌টওয়্যারকে স্পর্শ করা যায় না। ফার্মওয়্যারকেও স্পর্শ করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *