উত্তর: পরিবাহী হিসাবে কপার এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে তুলনা নিম্নে দেওয়া হলো:
ক্রঃনং | কপার পরিবাহী | অ্যালুমিনিয়াম পরিবাহী |
---|---|---|
০১. | বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশী। | বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম। |
০২. | টান সহনক্ষমতা বেশী। | টান সহনক্ষমতা কম। |
০৩. | কপারের মূল্য অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশী। | অ্যালুমিনিয়ামের মূল্য কপারের তুলনায় অনেক কম। |
০৪. | আপেক্ষিক গুরত্ব 8.9 gm/cc | আপেক্ষিক গুরত্ব 2.71 gm/cc |
০৫. | পরিবাহীর প্রস্থচ্ছেদ কম ও চিকন হওয়ার ফলে বাতাসের চাপ কম পড়ে। | পরিবাহীর প্রস্থচ্ছেদ বেশী ও মোটা হওয়ার ফলে বায়ু প্রবাহে বেশী দোলন ও ঝুল হয়। |
০৬. | উচ্চ ভোল্টেজে করোনাজনিত অপচয় কম হয়। | উচ্চ ভোল্টেজে করোনাজনিত অপচয় বেশী হয়। |
০৭. | পরিবাহীর গলনাংক পয়েন্ট বেশী হওয়ায় শর্ট সার্কিটজনিত কারনে খুব সহজে নষ্ট হয় না। | পরিবাহীর গলনাংক পয়েন্ট কম হওয়ায় শর্ট সার্কিটজনিত কারনে সহজেই নষ্ট হয়। |
০৮. | এটি ব্যয়বহুল। | এটি তুলনামূলক কম ব্যয়বহুল। |
০৯. | এটি ওজনে ভারী। | এটি ওজনে তুলনামূলক কম ভারী। |
১০. | এটি শক্তিশালী এবং টেকসই। | এটি তুলনামূলক কম শক্তিশালী এবং কম টেকসই। |