Vapour Compresssion পদ্ধতিতে Refrigerent কে সাইকেলিং প্রসেস এ পর্যায়ক্রমে প্রথমে Vapour থেকে Liquid এ রুপান্তরিত করা হয় যাকে Condensation বা তরলীকরণ বলে। পুনরায় Liquid থেকে Vapour এ রুপান্তরিত করা হয় যাকে Evaporation বা বাষ্পায়ন বলে। এই সাইকেল মূলত চার পর্যায়ে বারবার ঘটতে থাকে।